পিবিএ ডেস্ক : সাধারণত কুকুরদের প্রভুভক্তির অনেক কথা শোনা যায়। কিন্তু প্রভুভক্তিতে যে উটেরাও পিছিয়ে নেই তাই প্রমাণ করল গুজরাট পুলিশের অ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর শিবরাজ গাধভির পোষা উট। আচমকা হৃদরোগে শিবরাজের মৃত্যুর পর আরও কিছুই খাওয়ানো যাচ্ছে না অবোলা প্রাণীটিকে।
কচ্ছের জাকাউ পুলিশ স্টেশন কর্মরত ছিলেন শিবরাজ। কচ্ছের সীমান্ত জেলা পিংলেশ্বরে টহলদারি চালানোর সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। জাকাউ থানার ইন্সপেক্টর ভি কে খান্ত জানিয়েছেন, উনি নিয়মিত উটের পিঠে করে সীমান্তে নজরদারি চালাতেন। সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ায় টহলদারিও বেড়েছিল।
ঘটনার দিন সকাল ৯.৩০টা নাগাদ টহলদারিতে বেড়িয়ে প্রথমে নিজের উটটিকে খাওয়ান শিবরাজ। তারপরই বুকের ব্যথায় এলিয়ে পড়েন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে জাকাউ গ্রামে। পোষা উটটিও সেই থেকে কিছুই খায়নি। পুলিশের পক্ষ থেকে উটটিকে খাওয়ানোর চেষ্টা চলছে।
পিবিএ/জিজি