মহাপরিচালকসহ ভোক্তা অধিদপ্তরের ৪ জন করোনায় আক্রান্ত

পিবিএ,ঢাকা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা করোনাভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়েছেন। এছাড়া অধিদপ্তরের আরও তিন কর্মকর্তা ও একজন গাড়ি চালকও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১৮ মে) অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অধিদপ্তরের মহাপরিচালকসহ নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, রজবী নাহার রজনী এবং অধিদফতরের গাড়িচালক মিলিয়া খানম।

এর আগে গত ১৩ মে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনায় আক্রান্ত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত অধিদফতরের ছয়জন করানায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি চলছে। বেশিরভাগ সেবা প্রতিষ্ঠান যখন বন্ধ রয়েছে ঠিক তখনই করোনার স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন মাঠে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা। চলমান করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট, রোজা ও আসন্ন ঈদ-উল-ফিতরে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল এবং সরবরাহ নিশ্চিতে কাজ করেছেন তারা। একই সঙ্গে অধিদফতরের একঝাঁক তরুণ কর্মকর্তাদের ভোক্তা সেবায় উৎসাহ দিচ্ছেন।

রোজা রেখে রোদ-বৃষ্টির মধ্যে প্রতিদিনই একঝাঁক তরুণ কর্মকর্তা স্বাস্থ্যঝুঁকি নিয়ে পাইকারি, খুচরা বাজার, আড়তসহ বিভিন্ন সুপারশপেও অভিযান পরিচালনা করছেন। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করেছেন বিভিন্ন প্রতারক ও কারসাজিকারীকে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...