মাগুরায় কালবৈশাখী ঝড়ে ৫ গ্রামের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের পাঁচটি গ্রামে শক্রবার রাতে কাল বৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধস্ত হয়েছে। এ সময় ধান, আম, লিচুসহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত আজমপুর গ্রামে বাড়িঘর বিধস্ত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছেন। স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

আজমপুর গ্রামের মুক্তিযোদ্ধা তোবারোক হোসেন মোল্লাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঝড়ে তাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। অনেকের ঘরের উপর গাছ উপড়ে পড়েছে। জীবনে তারা এমন ঝড় কখনো দেখেননি। ঝড়ে বাড়িঘর, গাছপালা ও মাঠে থাকা বোরো ধান, আম, লিচুসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় তারা এখন পথে বসেছেন। অনেকে খোলা আকাশের নীচে বসবাস করছেন। ক্ষতিগ্রস্ত এ সব পরিবারগুলো তাদের পুর্ণবাসনের জন্য দ্রুত সরকারি সহায়তা কামনা করেছেন।

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, রাতে হঠাৎ এ কাল বৈশাখী ঝড়ে জগদল ইউনিয়নের আজমপুর, দমদমা, রুপাটি, সৈয়দ রুপাটি ও জগদল গ্রামের কাঁচা-আধাপাকা শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজমপুর গ্রামের বাসিন্দারা। এ গ্রামের প্রায় ৫০ টি ঘর সম্পুর্ণ বিধস্ত হয়েছে। অধিকাংশ ঘরের টিন ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। অনেকের ঘরের উপর বড়-বড় গাছপালা ভেঙ্গে পড়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এ গ্রামের বাসিন্দারা বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছেন। কাল বৈশাখীর তান্ডবে শুধু বাড়ি ঘর নয়, মাঠে থাকা বোরো ধান, আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও প্রশাসন দুপুরে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শণ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের নগদ আর্থিক সাহায্য দেন।

পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ

আরও পড়ুন...