পিবিএ,মাগুরা: মাগুরার মোহাম্মদপুরে মারামারি দেখে হাসপাতালে আছাদ শেখ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার ধোয়াইল মধ্যপাড়া এলাকায় গত রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধোয়াইল গ্রামে আছাদ শেখের সাথে তার ভাই রওশাদ শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রবিবার দুপুরে কলা গাছ নিয়ে আছাদ শেখের পরিবারের লোকজনের উপর মারপিট শুরু করে রওশাদ শেখ। এতে আছাদ শেখের পুত্রবধু খাদিজা বেগম গুরুতর আহত হন। তার মাথায় আঘাতের স্থান থেকে রক্ত পড়তে শুরু করে। এ ঘটনা দেখে শ্বশুর আছাদ শেখ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে স্ট্রোক জনিত কারণ দেখিয়ে কর্তব্যরত চিকিৎসক আছাদ শেখকে মৃত ঘোষণা করেন
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/মোখলেছুর রহমান/এমআর