পিবিএ, মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলার শিবরামপুর গ্রামের মুক্তার মোল্যার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আজ রবিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মশিয়ার রহমান, নায়েব আলী ও নিহত মুক্তার মোল্যার ছেলে রাজু আহমেদ।
এসময় বক্তারা জানান, এ মামলার আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আসামীরা বাদী পক্ষকে বিভিন্নভাবে হুমকী দিচ্ছে। মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারে জন্য পুলিশের প্রতি মানববন্ধন থেকে আহবান জানান। পরে এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামে একটি বিরোধপুর্ণ জমির গাছকাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় মুক্তার মোল্যা (৬৫) নিহত হন। তিনি পেশায় একজন ইট ভাটা শ্রমিক ও স্থানীয়ভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
পিবিএ/ ইব্রাহিম আলী মোনাল/জেডআই