মাটিরাঙ্গা বিএনপির সম্মেলনস্থল পরিদর্শন করেন জেলা নেতৃবৃন্দ

মোঃ এনামুল হক,(মাটিরাঙ্গা)খাগড়াছড়ি: বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির মাটিরাঙ্গা উপজেলা শাখার ত্রি- বার্ষিকী সম্মেলন উপলক্ষে সম্মেলন স্থল পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

৪ আগষ্ট বৃহস্প্রতিবার বিকাল সাড়ে ৫টায় সম্মেলন স্থল পরিদর্শন করেন।

বর্তমান কমিটির মেয়াদ কাল শেষ হওয়ায় দলের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬ আগষ্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ ।

এ লক্ষ্যে ৬টি পদের অনুকুলে বিএনপির দলীয় কার্যালয় হতে বিভিন্ন পদের জন্য নিজ নিজ পদের অনুকূলে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীগণ। নির্বাচনি তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহন গত ২৮ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে ৩০ জুলাই শনিবার পর্যন্ত চলে। মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ৩১ জুলাই রবিবার এবং প্রত্যাহারের তারিখ ১ আগষ্ট সোমবার , ২আগষ্ট মঙ্গলবার মনোনয়ন পত্র বাছাই ও প্রতীক বরাদ্ধ এবং ৩ আগষ্ট বুধবার আপিল করার সময় নির্ধারণ করা হয়।

সভাপতি পদে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি বাহাদুর খান ও সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম ( বদি ) এবং সাংগঠনিক সম্পাদক-১ পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ছাড়া অন্য কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। ফলে এই ৩ টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিক ঘোষনা বাকি।

পক্ষান্তরে সিনিয়র সহসভাপতি পদে বর্তমান সহসভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও উপজেলা বিএনপির সহসভাপতি আবুল ফজল ভুইয়াপ্র তিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করে পরে আবুল ফজল ভুইয়া মনোনয়ন পত্র প্রত্যাহার করেন । এছাড়া সাংগঠনিক সম্পাদক-২ পদে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ফজলুল হক চৌধুরী লিটন ও আমতলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি এম এ করিম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । ফজলুল হক লিটনের মনোনয়ন পত্র ত্রুটিপুর্ণ হওয়ায় মনোনয়ন বাতিল হয় এবং এম এ করিম মনোনয় প্রত্যাহার করেন। ফলে সাংগঠনিক-২ পদটি শুন্য হয়ে যায়। অন্য দিকে উপ জেলা যুবদলের আহ্বায়ক জয়নাল সরকার যুগ্ন সম্পাদক পদে মনোনয়ন পত্র উত্তলন করলেও জমা দেয়া হয় নাই।
সম্মেলনস্থল পরিদর্শন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার সন্তোস প্রকাশ করেন। এসময় তার সাথে ছিলেন , যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভুকেট মালেক মিন্টু,সাংগঠনিক সম্পাদক খনিরঞ্জন ত্রিপুরা। উপস্থিত ছিলেন ,জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুপ চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি বাহাদুরখান, পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল কাজল,উপজেলা যুবদলের আহ্বায়ক জয়লান সরকার,পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফোরকান ইমামী প্রমুখ।

আরও পড়ুন...