মানিকগঞ্জে তরুণী ধর্ষণের অভিযুক্ত দুই পুলিশের ৬দিনের রিমান্ড মঞ্জুর

তরুনী ধর্ষণ
তরুণী ধর্ষণের অভিযুক্ত দুই পুলিশের ৬দিনের রিমান্ড মঞ্জুর করলে কড়া পুলিশ প্রহরায় জেল হাজতে নিয়ে যাওয়া হয়। ছবি:পিবিএ

মনিরুল ইসলাম মিহির, পিবিএ মানিকগঞ্জ: মানিকগঞ্জে এক তরুণীকে দুই দিন আটকে রেখে ইয়াবা খাইয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাটুরিয়া থানার এসআই সেকেন্দার হোসেন এবং এ এসআই মাজহারুল ইসলামকে ৬ দিনের রিমান্ড দিয়ে দিয়ে জেলা হাজতে প্রেরণ করেছে আদালত। মানিকগঞ্জ জুডিশিয়াল আদালত-৭ এর বিচারক মো. গোলাম ছারোয়ার দুপুর দেড়টায় এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদেরকে আদালতে নেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ আদালতে ১০দিনের রিমান্ড চান। আদালত ৬দিনের রিমান্ড মঞ্জুর করে।

অভিযুক্ত আসামী উপপুলিশ পরিদর্শক সেকেন্দার হোসেন ও সহকারী উপপুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে আজ দুপুরে জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আসামী দুইজনের ১০দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক মোহাম্মদ গোলাম সারোয়ার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, সাটুরিয়া থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ডাকবাংলোতে আটকিয়ে রেখে তরুণীকে জোর করে ইয়াবা সেবনে করিয়ে ধর্ষণ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন পুলিশের তদন্ত কমিটি সদস্যরা। নির্যাতনের শিকার ওই তরুণী সোমবার রাতে সাটুরিয়া থানায় অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে আজ আদালতে তোলা হয়।

তিনি জানান, অভিযুক্তরা পুলিশ হলেও কোন ছাড় দেওয়া হবে না। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দিয়ে তাদের আইনের আওতায় যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে ।

পিবিএ/এমআইএম/জেডআই

আরও পড়ুন...