মানিকগঞ্জে শতবছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল


পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জের গড়পাড়ার ইমাম বাড়ি থেকে শত বছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়। ৩০টি কাশেদের দল ১লা মহররম দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। ওই দলগুলো পবিত্র আশুরার তাৎপর্য, জারি, মার্সিয়া, মাতমসহ কারবালার শোাবহ ঘটনাবলী প্রচার করতে থাকে।

মঙ্গলবার দুপুরের মধ্যে ওই কাশেদের দলগুলো ঘুরে গড়পাড়ার ইমাম বাড়িতে জড়ো হয়। ইমাম বাড়িতে ফাতেহা, নিয়াজ ও কারবালার শহীদদের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় ইমাম বাড়িতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস,এম ফেরদৌস। জোহরের নামাজের পর ইমামবাড়ির পীর শাহ মোখলেসুর রহমানের নেতৃত্বে মুল তাজিয়া মিছিলটি বের হয়। মিছিলে হাজার হাজার ইমাম ভক্তরা অংশ নেয়। তাজিয়া মিছিলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেলক্ষ্যে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। এছাড়া ডিবি পুলিশ, সাদা পোশাকের পুলিশ সদস্য ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

এদিকে বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া বৈশাখী পরিষদের আয়োজনে মহররমের শোক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটির উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র মো. রমজান আলী। এসময় উপস্থিত ছিলেন আশুরা উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট আমিনুল হক আকবর, জেলা কমিউনস্টি পার্টির আব্দুল মান্নান, পীরজাদা আমিনুল হক খান, সমাজসেবক শামসুন্নাহার রিক্তা, ইসমাইল হোসেন প্রমূখ। শোক র‌্যালীটি বান্দুটিয়া বাগানবাড়ী থেকে বের হয়ে বেউথা সড়ক প্রদক্ষিণ করে।

পিবিএ/মনিরুল ইসলাম মিহির/এমএসএম

আরও পড়ুন...