মানিকছড়িতে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

স্টাফ রি‌পোর্টার: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রামে বাড়ির উঠোনে পড়ে থাকা বিদ্যুৎ তারে জড়িয়ে মো. জোবায়ের হোসেন (৭) ব‌কে শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি স্থানীয় কামাল হোসেনের কনিষ্ঠ পুত্র।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ মে) বিকেল ৫টার দিকে বৃষ্টিপাতের সময় তিনটহরী গুচ্ছগ্রামের মো. কামাল হোসেনের দুই ঘরে বিদ্যুৎ সংযোগ তার ছিঁড়ে উঠা‌নে পড়ে । এ সময় জোবায়ের দাদীর ঘর থেকে দৌড়ে নিজ ঘরে যাওয়ার সময় পরে থাকা বিদ্যুৎ তারের স্পর্শে গুরুত্বর আহত হয়। ঘটনাস্থল হ‌তে জোবা‌য়েরকে উদ্ধার ক‌রে মা‌নিকছ‌ড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। ডা. মহি উদ্দীন বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।

মা‌নিকছ‌ড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনচারুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির উঠানে পড়ে থাকা বিদ্যুৎ তার জড়িয়ে মৃত্যু শিশুটির মৃত‌্যু হ‌য়ে‌ছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...