মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ‘এক মিনিটের বাজার’

পিবিএ,মানিকছড়ি: বৈশ্বিক মহামারি‘করোনা ভাইরাসে’ কর্মহী ও গৃহবন্দি মানুষের দূর্ভোগ নিরসনে গুইমারা রিজিয়নের আয়োজনে সিন্দুকছড়ি জোনের সহযোগিতায় মানিকছড়ি স্কুল মাঠে বসানো হয়েছে‘এক মিনিটের বাজার’। এতে উপজেলা একশ জন অস্বচ্ছল প্রতিবন্ধি ও অসহায় দরিদ্র নারী-পুরুষ ৮ কেজি সবজি ,৫ কেজি চাউল অনায়াসে সংগ্রহ করে স্বস্থিবোধ করেছেন।

১৮ মে সকাল ১১টায় মানিকছড়ি সরকারী হাই স্কুল মাঠে গুইমারা রিজিয়নের আয়োজনে সিন্দুকছড়ি জোনের সহযোগিতায় আয়োজন করা হয়‘এক মিনিটের বাজার’। এতে উপজেলার একশ অস্বচ্ছল প্রতিবন্ধি ও অসহায় দরিদ্র নারী-পুরুষ জনপ্রতি ৮কেজি সবজি ,৫কেজি চাউল অনায়াসে সংগ্রহ করতে পেরে স্বস্থিবোধ করেছেন। আর এই ‘এক মিনিটের বাজার’ কার্যক্রম সরজমিনে পরিদর্শন শেষে বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শাহরিয়ার জামান,এএফডব্লিউই,পিএসসি,জি ও সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল কাওসার জাহান, পিএসসি,জি। এ সময় সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো. ফয়সাল আহম্মদ শুভসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলার একশ জন অস্বচ্ছল প্রতিবন্ধি, অসহায় দরিদ্র নারী-পুরুষ সামাজিক দূরত্ব মেনে মাঠে সমবেত হয় এবং জনপ্রতি বিভিন্ন রকমের ৮ কেজি সবজি, ৫ কেজি চাউল নিয়ে এক মিনিটে মাঠ ত্যাগ করেন।

সেনাবাহিনীর এমন দর্শণীয় ও জনকল্যাণকর আয়োজনে স্বস্থি প্রকাশ করেছেন প্রতিবন্ধি ও অসহায় উপকার ভোগীরা।
পিবিএ/মোঃ জাকির হোসেন/এএম

আরও পড়ুন...