মানুষের পাশে ‘প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’

পিবিএ,চৌদ্দগ্রাম: কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান করোনা মহামারী ও রমজানে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ‘প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’। এ সংগঠনের উদ্যোগে চিওড়া ইউনিয়নের ৩৪ গ্রামের প্রকৃত গরীব ও কর্মহীন ২৪০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার দুপুরে পূর্ব সাঙ্গিশ্বর গ্রামে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুল আলম খোকন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন বাবলু, পরিকল্পনা বিষয়ক সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, সহ-অর্থ সম্পাদক মোঃ মাসুদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল্লাহ রুবেল, সংগঠনের দেশের সদস্য আব্দুল্লাহ তাহের হৃদয়, আজিম ভঁইয়া, এনামুল হক সামেল, আরিফ ভুঁইয়া, তানভীর ভুঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সংগঠনের সদস্যরা গাড়িভর্তি উপহার সামগ্রী বিভিন্ন গ্রামে নিয়ে প্রকৃত গরীব ও কর্মহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন। গরীব ও অসহায় পরিবারের সদস্যরা চিওড়া ইউনিয়ন প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের দেয়া উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে গরীব ও কর্মহীন মানুষের মাঝে সুষ্ঠুভাবে উপহার সামগ্রী বিতরণ করায় সর্বস্তরের সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাঈন উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক কাজী আবদুল খালেক হিরু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া সাইফুল।
পিবিএ/মোঃ এমদাদ উল্যাহ/এএম

আরও পড়ুন...