মালয়েশিয়ার ছিমোনিয়া প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়ার মাহফিল

পিবিএ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের মসজিদ ‘সিং ইপ জামে মসজিদের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব মালয়েশিয়ার ছিমোনিয়ার মসজিদে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

প্রবাসি ব্যাবসায়ী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মালয়েশিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক হযরত মাওলানা মোঃ মিজানুর রহমান আজহারী। এতে বিশেষ বক্তা ছিলেন মোহাম্মদ আল আমিন ও সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ মামুনুর রশিদ মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মো. ইউনুছ মিয়া, মো. ইউছুফ মিয়া, মো. মোস্তফা, মো. সফিকুল, মামুন, বিল্লাল, মজনু, হান্নান ও শরীফ। এসময় মিজানুর রহমান আজহারী সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান তিনি এবং আয়াতুল কুরসির ফজিলতের উপর বিশদ আলোচনা করেন।

পরে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ রমজান আলি, অকিদুজ্জামান ডাবলু ,সুলতান সালাউদ্দিন ,রফিকুল ইসলাম ,স্বপন ,নুরুল ইসলাম,মোহাম্মদ রুবেল ভূঁইয়া সহ মালয়েশিয়ার দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা।

পিবিএ/কায়সার হামিদ হান্নান/বিএইচ

আরও পড়ুন...