করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধা

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না পাড়ায় আক্ষেপ সহকারী কমিশনারের

রোকনুজ্জামান মানু,উলিপুর: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না পারায় আক্ষেপ জানিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। উপজেলা ভূমি অফিসের একটি ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি একথা জানান। পোষ্টে তিনি উল্লেখ করেছেন, “আজ সকালে আব্বার সাথে মোবাইলে কথা বলার সময় আব্বাকে বললাম, যে মুক্তিযুদ্ধ করিনি কিন্তু একটি যুদ্ধ করছি, করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি।

আব্বা বললেন, এই যুদ্ধটিও বড় যুদ্ধ, কারণ আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করছি সে এক অদৃশ্য শক্তি। কথাটি শুনে মন ভরে উঠল, কারণ মুক্তিযুদ্ধ করতে পারিনি বলে আক্ষেপ ছিল, কারণ তখন আমার জন্ম হয়নি। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে বলেছিলেন ‘প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোল’। তাঁর কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, প্রত্যেক ঘরে ঘরে আশ্রয়স্থল গড়ে তোল। উল্লেখ্য যে আমার আব্বাও একজন মুক্তিযোদ্ধা। সকল মুক্তিযোদ্ধার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লিখাটিতে আঘাত পেয়ে থাকলে। আপনাদের অবদান অতুলনীয়”।

জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সরকারের স্বাস্থ্য নির্দেশনা না মানায় উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। মাঠ পর্যায়ে সরকারের এই কর্মকর্তা করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এ উপজেলার মানুষের শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। পৌর শহরের পাইকারী ও খুচরা কাঁচা বাজার হ্যালিপ্যাড এবং উলিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে স্থানান্তার করেছেন। প্রতিদিন সকালে বেড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দোকানপাট বন্ধ করাসহ জনসমাগম রোধে কাজ করে যাচ্ছেন। এই কঠিন সময়ে আন্তরিকভাবে করোনাভাইরাস মোকাবিলায় জনগনের পাশে থাকার ব্রত নিয়েছেন তিনি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ফিরোজ আলম মন্ডল বলেন, উনার পিতা একজন মুক্তিযোদ্ধা, পিতার আর্দশে অনুপ্রাণিত হয়ে করোনা ভাইরাসের অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এক সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন তিনি।

সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সার্বক্ষণিক মাঠে থেকে লড়াই করছেন সহকারী কমিশনার ভূমি। দেশের এই দুঃসময়ে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি দিন-রাত উপজেলার যে কোন প্রান্ত থেকেই মোবাইলে কল আসলেই জীবনের ঝুঁকি নিয়ে সহায়তার জন্য ছুটে যান তিনি।

উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ একজন সৎ ও নির্ভিক অফিসার। করোনার শুরু থেকে অদ্যবধি উনাকে আমরা প্রতিদিন বাজারে শারীরিক দূরত্ব ও জনসমাগম রোধে দায়িত্ব পালনে সক্রিয় ভাবে দেখতে পেয়েছি। উলিপুরের ব্যবসায়ীদের উনি করোনার এই দূর্যোগে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। আমরাও সাধ্যমত চেষ্টা করেছি উনার পাশে থাকতে। এই দুঃসময়ে উনার দায়িত্ববোধ প্রশংসনীয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, ‘জনগনের নিরাপত্তা ও দেশের স¦ার্থ চিন্তা করেই করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। আর যেহেতু একটা আক্ষেপ ছিল মুক্তিযুদ্ধ করিনি। সেদিক বিবেচনা করে, এটাও তে একটি ভাল যুদ্ধ সুযোগ এসেছে, সব সময় এ সুযোগটা কেউ পাবেও না। তাই নৈতিক জায়গা থেকে আমি এটাকে সিরিয়াসলি নিয়েছি’।

পিবিএ/রোকনুজ্জামান মানু/বিএইচ

আরও পড়ুন...