মুন্সীগঞ্জে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে-৩৫৩

পিবিএ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শুক্রবার আরো ২৩ জনের করোনা শনাক্ত। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৩৫৩ জন। নতুন ৪ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে জেলায় ৩৭ জন করোনা জয় করলেন। এপর্ন্ত মোট মৃতের সংখ্যা ১২।

শুক্রবার সকালে সিভিল সার্জন মুন্সীগঞ্জ অফিস জানায়, নতুন ২৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৩ জন, শ্রীনগর উপজেলায় ২ এবং লৌহজং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ১২০ জনের নমুনার রিপোর্ট পাঠিয়েছে নিপসম। এর মধ্যেই ২৩ জনের করোনা পজেটিভ এসেছে। এই নিয়ে ১৮০৪টি নমুনার রিপোর্ট পাওয়া গেলো। বৃহস্পতিবার পর্যন্ত ২০৫৭টি নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। শুক্রবার আরও ১৯০টি নমুনা নিপসমে প্রেরণ করা হলো। এই নিয়ে ২২৪৯টি নমুনা সংগ্রহ করে তা ঢাকায় প্রেরণ করা হলো।

জেলায় মোট শনাক্ত ৩৫৪ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ১৫১ জন, এরপরে সিরাজদিখান উপজেলায় ৫৬ জন। এছাড়া শ্রীনগর উপজেলায় ৪৩ জন, লৌহজং উপজেলায় ৩৯ জন, গজারিয়া উপজেলায় ৩৪ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

পিবিএ/আল মামুন/বিএইচ

আরও পড়ুন...