মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত

mexico-night-club-dead-15-P

পিবিএ ডেস্ক: মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার গুয়ানাজুয়াতো রাজ্যের সালামানকা শহরে আগেলা প্লায়া মেনজ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। দ্য খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়েছে, তিনটি ভ্যানে করে একদল অস্ত্রধারী ক্লাবের সামনে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৩ ও হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

গুয়ানাজুয়াতোর প্রসিকিউটর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আগেলা প্লায়া মেনজ ক্লাবের ভেতর থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। বাকি দুজন প্রাণ হারান হাসপাতালে নিয়ে যাওয়ার পর। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...