মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

MouloviBazar
রাজু মিয়ার মাংসের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়

 

পিবিএ, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড় মসজিদ রোড, কামিনিগঞ্জবাজার, লামা বাজার ফুলতলা রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে। মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে আজ বুধবার এসব জায়গায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে জুড়ী থানা পুলিশ। অভিযানকালে বড় মসজিদ রোডে অবস্থিত রাজু মিয়ার মাংসের দোকানকে ১ হাজার টাকা, কামিনিগঞ্জ বাজারের জব্বার ষ্টোরকে ২ হাজার টাকা, এবিসি ষ্টোরকে ৩ শত টাকা, লামা বাজারের মন্নান মিয়ার সবজির দোকানকে ৩ শত টাকা, ফুলতলা রোডে অবস্থিত আব্দুল হাকিম ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার ৬ শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন জানান, ওজনে কম দেওয়া, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস রেখে বিক্রয় করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করা হয়।
পিবিএ/এএসকে/জিজি

আরও পড়ুন...

preload imagepreload image