পিবিএ,ঢাকা: খাবারে ভেজাল মিশানো এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সোমবার (৪ ফেব্রুয়ারি) যমুনা ফিউচার পার্ক শপিং মলের ফুডকোর্ট এর একাধিক দোকানকে জরিমানা করেছে র্যাব-১ এর ভ্রাম্যমান আদালত।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম জানান, যমুনা ফিউচার পার্ক শপিং মলের ফুডকোর্টে অভিযানে কালে কাপড় ব্যবহার্য রং এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যোপকরণ ব্যবহার, অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী এবং হাজারো হাজারো তেলাপোকার দৃশ্য পরিলক্ষিত হওয়ার অভিযোগে ডমেস্টিক ইন্ডিয়ান স্পাইসি রেষ্টুরেন্ট থেকে ৬টি রং এর জার জব্দ এবং বাসি খাবার রাখার অভিযোগে ৬ লক্ষ টাকা জরিমানা ,ইন্ডিয়ান স্পাইসি কিংকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানদুটিকে সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত।
মোঘল মাহাল ইন্ডিয়ান স্পাইসিকে ৩ লক্ষ টাকা, ইস্টাসি ক্যাফে, ইন্ডিয়ান কিচেনকে ১ লক্ষ টাকা, আর্সানাল রেষ্টুরেন্ট, পপলার তাইওয়ানস্ রেষ্টুরেন্ট, ফ্রেন্ড ফাস্ট ফুড এন্ড রেষ্টুরেন্ট, দি গ্রেড কাবাব ফ্যাক্টরিকে ২ লক্ষ টাকা, কিং ফিশ, কিং বার্গারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
১১ দোকানকে মোট ২৮ লক্ষ টাকা জরিমানা এবং কিং ফিশ, কিং বার্গার ও ডমেস্টিক ইন্ডায়ান স্পাইসি রেষ্টুরেন্টেকে সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত।
পিবিএ/ইএইচকে