যৌথ বাহিনীর অভিযানে ১৪৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬৮

সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গত ১১ দিনে ১৪৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ৬৮ জনকে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন পর্যন্ত মোট অস্ত্র উদ্ধার হয়েছে ১৪৬টি। গ্রেফতার করা হয়েছে ৬৮ জনকে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলবার ৮টি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৮টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১১টি, বন্দুক ২২টি, একে ৪৭ ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও টিয়ার গ্যাস লঞ্চার ১টি।

এদিকে পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত লুট হওয়া অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৮১৮টি। এর মধ্যে উদ্ধার হয়েছে ৩ হাজার ৯৩৩টি। এখনও উদ্ধার হয়নি ১ হাজার ৮৮৫টি।

আরও পড়ুন...