পিবিএ,রংপুর: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী’র উপর পুলিশী হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার বিকেলে রংপুর মহানগর যুবদলের উদ্দ্যেগে এক বিক্ষোভ মিছিলটি গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে মূল ফটকের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই পুলিশ ব্যারিকেডের মধ্যেই মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে।
মহানগর যুবদলের সহ সভাপতি রফিকুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির আলম নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মামুন পারভেজ। সভাটি পরিচালনা করেন মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ।
পিবিএ/মেজবাহুল হিমেল/বিএইচ