রাজউকের কেউ দূর্নীতি করলে কঠোর ব্যবস্থা- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী


পিবিএ,ঢাকাঃ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজউকের কেউ দূর্নীতি বা অনিয়ম করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে রাজউকের সবাই খারাপ ঢালাওভাবে বলা যাবেনা। রাজউকে অনেক সৎ কর্মকর্তা রয়েছেন। বর্তমানে সরকার মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কথা চিন্তা করে অনেক পদক্ষেপ নিয়েছেন। রাজউকের উত্তরা ১৮ নং সেক্টরে এপার্টমেন্ট প্রকল্প একটি পরিকল্পিত আবাসন এরিয়া।


রোববার দুপুরে রাজউক ভবন অডিটরিয়ামে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে ফ্ল্যাট আইডি দেওয়ার জন্য উন্মুক্তভাবে ডিজিটাল পদ্ধতিতে লটারী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের অতিারক্ত সচিব মোঃ আক্তার হোসেন, রাজউকের সদস্য (পরিকল্পনা) আবুল কালাম আজাদ, রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) মো: আমজাদ হোসেন খান, রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-১) মো: আকতারুজ্জামান, রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, রাজউকের উত্তরা এপার্টমেন্ট প্রকল্প পরিচালক মো: আনোয়ার হোসেন, এপার্টমেন্ট প্রকল্পের উপ পরিচালক মোঃ হামিদুর রহমান প্রমূখ।
লটারীর মাধ্যমে ৭৯৭ জন ফ্ল্যাট গ্রহিতাকে আইডি প্রদান করেন।

পিবিএ/এমআইএস/এমএসএম

আরও পড়ুন...