রাজারহাটে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী

পিবিএ,রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী লিপি আক্তার রুনা। বাল্য বিয়ে প্রতিরোধে ইউএনও এর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। এ উপজেলায় যোগদানের পর থেকে তিনি বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহন করেছেন। বিগত দিনে যারা বাল্যবিয়ে দিয়েছেন এমন কয়েকজন বর-কনের পিতা-মাতাকেও তিনি ভ্রাম্যমান আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

এলাকাবাসীরা জানান, ২০ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার রাজারহাট ইউনিয়নের ফুলবাড়ী উপেনচৌকি গ্রামের আঃ রহমানের কন্যা ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লিপি আক্তার রুনা(১৬) এর বিয়ে ব্যবস্থা করে পরিবারের লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কনের বাড়ীতে বিয়ের মজলিসে উপস্থিত হয়ে মেহেদীর রং মাখানো অবস্থায় কনে ও তার পিতা-মাতাকে আটক করে।

ততক্ষণ পর্যন্ত কাজী, বর ও বরপক্ষের লোকজন কনের বাড়ীতে আসেনি। পরে এলাকাবাসীর সামনে কনের পিতা-মাতা কন্যা প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেন।

পিবিএ/প্রহলাদ মণ্ডল সৈকত/বিএইচ

আরও পড়ুন...