রাণীনগরে লটারীর মাধ্যমে কৃষকদের ভাগ্য নির্ধারন

পিবিএ,রাণীনগর: নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচনের উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। এ লটারীর মাধ্যমে কৃষকদের ভাগ্য নির্ধারন করা হয়। বৃহস্পতিবার সকালে রাণীনগর উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে কাশিমপুর ইউনিয়নের কৃষক নির্বাচনের লটারী অনুষ্ঠিত হয়।

লটারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা সরকারি ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান বাবুসহ অন্যান্যরা।

এদিন লটারী অনুষ্ঠানে কাশিমপুর ইউনিয়নের ৯৫ জন কৃষক লটারীর মাধ্যমে নির্বাচিত হয়। নির্বাচিত প্রতিজন কৃষক দুই মেট্রিক টন করে সরকারি খাদ্য গুদামে ধান দিতে পারবে। রাণীনগর উপজেলায় ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে ৩ হাজার ৩৪১ মেট্রিক টন ধান কিনবে সরকার।
পিবিএ/সুকুমল কুমার প্রামানিক/এএম

আরও পড়ুন...