রাণীনগরে সবজি বীজ বিতরণ করলেন সাংসদ ইসরাফিল

পিবিএ,রাণীনগর: নওগাঁর রাণীনগরে সবজি চাষী কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাংসদ মো: ইসরাফিল আলম। দেশীসহ বিভিন্ন দেশে থেকে নিয়ে আসা বিভিন্ন সবজির বীজ রাণীনগর উপজেলার ৫ হাজার কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ করবেন তিনি।

সাংসদের আর্থিক সহযোগীতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সবজি চাষী ২৫০ জন কৃষক-কৃষাণীদের মাঝে সবজির বীজ বিরতণ করে এর শুভ উদ্বোধন করা হয়। এদিন সবজির বীজ হিসেবে ডাটা শাক, কলমি শাক, লাল শাক, চাল কুমড়া, সিম, পুঁই শাক, শসাসহ প্রায় ১২ জাতের সবজির বীজ বিতরণ করেন সাংসদ। বিনা মূলে বিভিন্ন জাতের সবজির বীজ পেয়ে খুশি সবজি চাষীরা।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব, সবজি চাষী কৃষক-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পিবিএ/সুকুমল কুমার প্রামানিক/এএম

আরও পড়ুন...