রাবিতে সাইকেল উদ্ধার

rajshahi pba

পিবিএ,রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) ছাত্রলীগের এক নেতার সহযোগিতায় চুরি হওয়া একটি সাইকেল উদ্ধার করা হয়েছে।রবিবার সকালে নগরীর কাটাখালি এলাকায় পুরাতন সাইকেল বাজার থেকে এটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।
এর আগে ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনের নিচ থেকে থেকে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের সাইকেল চুরি হয়।
শিক্ষার্থী মেহেদী হাসান জানান, আমার সাইকেলটি চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকি। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। হঠাৎ কাটাখালি বাজারের পুরাতন সাইকেলের দোকানে সাইকেলটি দেখতে পাই। ফলে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু ও কাটাখালি পৌরসভা ছাত্রলীগ নেতা সোহাগের সহযোগিতায় সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হই। তিনি প্রিয় সাইকেলটি পেয়ে আনন্দিত। এসময় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।
শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু জানান, ক্যাম্পাসে মেহেদী নামে এক শিক্ষার্থীর সাইকেল হারিয়ে যায়। পরে খোঁজ করতে থাকে। একপর্যায়ে কাটাখালি সাইকেল বাজারে খোঁজ মিললে আমাকে বিষয়টি জানায়। সেখানে গিয়ে সাইকেলটি উদ্ধার করে দিয়েছি।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...

preload imagepreload image