মো: এনামুল হক,খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের যাতায়াত সুবিধার্থে প্রশস্ত করা হবে “বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক”।
বুধবার (২৪ মে) দুপুরে রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের এবং ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।
এসময়, রামগড়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
খাগড়াছড়ির রামগড় থেকে বারৈয়ারহাট পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়ক ১৮ ফুট থেকে ৩৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে। এখানে নতুনভাবে নির্মিত হচ্ছে ৯টি সেতু ও ২৩টি কালভার্ট। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১১০৭ কোটি ১২ লাখ টাকা। এরমধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৫০৩ কোটি ৫ লাখ টাকা এবং ভারত সরকারের লাইন অব ক্রেডিট থেকে দেয়া হচ্ছে ৫৯৪ কোটি ৭ লাখ টাকা।