রূপগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পিবিএ,ঢাকা: ঢাকা: জিপ গাড়িতে ‘পুলিশ’ লেখা স্টিকার লাগিয়ে বিপুল পরিমাণ গাঁজা পরিবহনের সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে রাজধানীর নিকটবর্তী রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। আটকরা হলেন- বাহাউদ্দিন বাবুল (৩০) ও মনির হোসাইন (২০)। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, নগদ ৩৪ হাজার টাকা, ২টি মোবাইল ও পুলিশের ১টি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।

র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, একটি জিপ গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজার চালান কুমিল্লা থেকে গাজীপুরে যাবে এমন তথ্যের ভিত্তিতে বুধবার গাউছিয়া-কুড়িল সড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় দ্রুতগতিতে একটি জিপ গাড়ি চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। পরে সেটি থামিয়ে তল্লাশি করা হলে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। গাঁজাসহ জিপ গাড়িটি জব্দ করা হয়।

আটক দুই যুবক দীর্ঘদিন ধরে জিপে ‘পুলিশ’ লেখা স্টিকার ব্যবহার করে নারায়নগঞ্জ, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদকের চালান সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

পিবিএ/এমআর

আরও পড়ুন...