স্পোর্টস ডেস্ক : রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতেছে ১৬৯ রানের ব্যবধানে, যা কি না টাইগারদের ৩৪ বছরের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে বড় হাসি নিয়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন টাইগার অধিনায়ক মাশরাফি।
জানিয়ে যান, তিন বিভাগে পরিকল্পনামাফিক পারফরম্যান্সের কল্যাণে এসেছে সিরিজের প্রথম জয়টি। মাশরাফি বলেন, এই ফরম্যাটে গত ৩-৪ ম্যাচ ভালো কাটেনি আমাদের। সে সব ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। তবে আজকের ম্যাচে নিজেদের ফিরে পাওয়ার চেষ্টায় ছিলাম আমরা। লিটন অসাধারণ ব্যাটিং করেছে। তার এমন ইনিংসের পর দেখার ছিলো যে, অন্যান্যরা কেমন করে। সে জায়গায় মাহমুদউল্লাহ, মিঠুন ভালো খেলেছে। বিশেষ করে মিঠুনের জন্য ছয় নম্বরে ব্যাটিং করা সহজ ছিলো না।
তিনি আরও যোগ করেন, এছাড়া আমাদের দলের দিকে যদি তাকান, তাহলে দেখুন সাইফউদ্দিন মাত্রই ইনজুরি থেকে এলো। আমি নিজেও ৮ মাস পর ওয়ানডে খেলছি। আপনি ৩২২ রান করলেও সেটা কাজে আসে না, যদি না আপনি ভালো জায়গায় বোলিং করেন। ঠিক এই জায়গায় আমরা ভালো করেছি। আজ তিন বিভাগেই দারুণ ছিলাম। আমরা আমাদের ফিল্ডিং নিয়ন্ত্রণ করতে পারি, আর সে কাজটাই অনুশীলনে চালিয়ে নিচ্ছি।
পিবিএ/এএম