পিবিএ,ডেস্ক: করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতে চতুর্থ দফায় বাড়তে পারে লক ডাউনের সময়সীমা। রাজ্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবারের লকডাউনে কমবে কড়াকড়ি। রাত সাড়ে আটটায় ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি। এদিকে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৪ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতে ২৪ মার্চ থেকে চলছে লকডাউন। শেষ হওয়ার কথা আগামী ১৭ মে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবারও বাড়তে পারে লকডাউনের মেয়াদ।
ভারতের ৮০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। লকডাউনের কারণে প্রায় দু’মাস ধরে কর্মহীন এই মানুষগুলো দিন কাটাচ্ছেন অর্ধাহারে-অনাহারে।
ভারতজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিন্ন রাজ্যের শ্রমিকদের দুরবস্থা চরমে। বন্ধ হওয়ার পথে অর্থনীতির চাকা।
এমন কঠোর বাস্তবতায় করোনা মোকাবিলার পাশাপাশি জীবিকা সচল করতে ১৫ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রীদের কাছে থেকে কৌশলপত্র চেয়েছে মোদি সরকার।
ধারণা করা হচ্ছে, আরও ৭ দিন বাড়িয়ে ২১ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা আসতে পারে। তবে এরই মধ্যে চলতে শুরু করেছে যাত্রীবাহী ট্রেন। শিগগিরই দেয়া হতে পারে বিমান চলাচলের অনুমতিও। একই সঙ্গে কলকাতাসহ সব মহানগরে চলবে বাস, অ্যাপনির্ভর ক্যাব পরিষেবাও।
পিবিএ/এএম