পিবিএ,চারঘাট প্রতিনিধি: বিশ্বব্যাপি প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলার সকল হাট-বাজারের দোকান বন্ধ রয়েছে। মানুষের জরুরী প্রয়োজনীয় ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। সরকারী নির্দেশনা অনুযায়ী ঈদের কেনাকাটার শর্তস্বাপেক্ষে দোকানপাট খুলে দেওয়ার প্রথমদিনে উপজেলার হাট-বাজারগুলো ও রাস্তাঘাটে লোকজনের উপচেপড়া ভিড় দেখা গেছে। দেখা যায়নি কোন সামাজিক দুরত্ব।
গতকাল মঙ্গলবার উপজেলার চারঘাট ও সরদহ বাজারের বিপণীগুলোতে মানুষজনের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। তবে সামাজিক দুরত্ব বা স্বাস্থ্যবিধির কোন বালাই লক্ষ্য করা যায়নি। প্রধান প্রধান সড়কগুলোতে আগের মতই গ্রামীন পরিবহনগুলোর চলাচল দেখা গেছে। একই অবস্থা দেখা গেছে উপজেলার নন্দনগাছী বাজার, কাঁকড়ামারী বাজার, ডাকরা, রুস্তমপুরহাটসহ ছোট-বড় সকল হাট-বাজারগুলোতে। বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্কসহ সুরক্ষা সামগ্রী। মার্কেটগুলোতে প্রবেশপথে নেই কোন হাত ধোয়ার ব্যবস্থা, কয়েকটি বিপনী বিতানের সামনে দেখা গেলেও ব্যবহারে আগ্রহ নেই ক্রেতাদের। একই দোকানে গাদাগাদি করে করছে কেনাকাটা। ঈদের কেনাকাটায় বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
কয়েকজন ব্যবসায়ী জানান, ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে দাড়াতে বা বসতে বললেও তারা কোন কর্ণপাত করেন না। সরকারী বিধি মোতাবেক এক উপজেলার বাসিন্দা অন্য উপজেলায় যাতায়াত করতে পারবে না। শহরে মার্কেট বন্ধ থাকায় ঈদ উপলক্ষ্যে মানুষজন উপজেলার বিভিন্ন ছোট বড় বিপনীবিতানে ভিড় জমাচ্ছে। দোকানপাট ছোট হওয়ায় অনেক ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভবপর হচ্ছে না।
তবে এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা বলেন, সরকারী নির্দেশিকা মেনে উপজেলার হাট-বাজারগুলোর বিপনীবিতানগুলো খুলতে বলা হয়েছে। সচেতনতার জন্য নির্দেশিকা সম্বলিত ব্যপক প্রচারের জন্য মাইকিং করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে হাট-বাজারগুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পিবিএ/মাইনুল হক সান্টু/বিএইচ