লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে রফিকুল আলমকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেয়ায় রফিকুল আলমের সমর্থকদের উপর হামলা চালিয়েছে ইমরুল কায়েস ফারুকের লোকজন। রবিবার ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে আদিতমারী উপজেলার গ্রামীণ ব্যাংক সংলগ্ন আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে এ ঘটনা ঘটেছে। এসময় তারা কমপক্ষে ১০টি মোটর সাইকেল ভাংচুর করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছবি: পিবিএ