পিবিএ,লালমনিরহাট: হতদরিদ্র এতিম শিশু মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে লালমনিরহাটের ১০৫ এতিম শিশুর হাতে ঈদ উপহার তুলে দেন পুলিশ নারী কল্যাণ (পুনাক)।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকাল ৪ টায় লালমনিরহাট পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর আয়োজনে ঈদুল আযহার শুভেচ্ছা উপহার হিসেবে আল নাহিয়ান শিশু পরিবারের ১০৫ জন এতিম শিশুদের মাঝে নতুন থ্রিপিচ বিতরণ করা হয়েছে।
ওই সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এস. এম রশিদুল হক, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর সভানেত্রী শাম্মী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হাসান ইকবাল চৌধুরী, ডিবি’র ওসি মকবুল হোসেন, সদর থানার ওসি তদন্ত এরশাদুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা প্রমুখ। এতে আল নাহিয়ান শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আবু তাহের মোহম্মদ বশির সভাপতিত্ব করেন।
এতিম শিশুর হাতে ঈদ উপহার তুলে দিয়ে পুলিশ সুপার এস. এম রশিদুল হক হতদরিদ্র এতিম শিশুদের ঈদের দিন খাবারের ব্যাপারেও খোঁজ খবর নেন।
পিবিএ/আসাদুল ইসলাম সবুজ/ইকে