শপথ নিচ্ছেন না গণফোরামের মোকাব্বির খান

mokabbir-khan-PBA

পিবিএ,ঢাকা: গণফোরামের বিজয়ী প্রার্থী মোকাব্বির খান আগামীকাল শপথ নিচ্ছেন না। ৭ই মার্চ শপথ নিতে স্পিকারকে চিঠি দিয়েছিলেন গণফোরামের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান।

স্পিকারের দপ্তর থেকে শপথের জন্য আগামীকাল তাদের সময় দেয়া হয়েছে। শপথের আমন্ত্রণ পেলেও আগামীকাল যাচ্ছেন না বলে মোকাব্বির খান।

তিনি বলেন, কাল শপথ নিচ্ছি না। আজ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে আলোচনা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নেবেন বলে জানিয়েছেন। তার বিষয়ে গণফোরাম কোন সিদ্ধান্ত নেয়নি। দলীয় সূত্র জানিয়েছে, তিনি শপথ নিলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন প্রত্যাখ্যান করায় বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন না বলে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত রয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...