পিবিএ,বেনাপোল: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৪৮২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার(২২ফেব্রুয়ারি) দিবাগত গভীররাতে ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার শালকোনা নামক স্থান থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এসব মাদক দ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়, গোঁপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্ত পথে ভারত থেকে ১০-১৫ জন চোরাকারবারী বিপুল পরিমানে মাদক দ্রবের চালান পাচারেরর চেষ্টা চালাচ্ছে। পরে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা কেয়কটি বস্তা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ১৪৮২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত মাদক দ্রবের বাজার মুল্য আনুমানিক ৫ লাখ ৯২ হাজার ৮শত টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম পিবিএকে নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিএ/এনইউ/এফএস