মো: ইনসান সাগরেদ ,পঞ্চগড়: পঞ্চগড়ে জনসমাবেশে ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপি’র প্রফেসর ডা.এ জেড এম. জাহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার পতন শুধুমাত্র সময়ের ব্যাপার। পঞ্চগড় বাংলাদেশের শেষ ঠিকানা এখান থেকেই ঘুরে দাড়াতে হবে।শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করে দিতে হবে,এই সংসদ ভেঙ্গে দিতে হব, পদত্যাগ করতে হব।আমাদের জেলখানায় সোবাড় সময় মাথায় ইট দিয়ে ঘুমনোর অভ্যাস রয়েছে কাজেই বিএনপি কে জেলের ভয় দেখিয়ে কোন লাভ নেই।আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা এলেই রাজপথে আন্দোলন করার প্রস্তুতি নেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত দশ দফা দাবি নিয়ে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেলা বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
শনিবার দুপুর থেকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনিস্টিউট মাঠে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হন সমাবেশ স্থলে।প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে জনসমাবেশে যোগ দেন তারা।
অন্যদিকে কঠোর অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনির সদস্যরাও৷
জনসমাবেশে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা.এ,জেড,এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির,বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,কামরুজ্জামান রতন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সৈয়দ জাহাঙ্গীর আলম সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর)বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সাবেক মেয়র তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সঞ্চালনা করছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রনিক,সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল শফিউজ্জামান পাটোয়ারী (রুবেল)।