শেরপুরে আ.লীগের সম্পাদক আম্বিয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বিশ্বব্যাপি করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। করোনা ভাইরাস মোকাবেলায় সকল মানুষকে ঘরে রাখতে ও কর্মহীন ৩ শতাধিক অটো চালকদের মাঝে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার উদ্যোগে ১২ মে মঙ্গলবার বেলা ১১ টায় ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। বিশেষ অতিথি শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সংসদ সদস্য পুত্র মো. আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হক রানা, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ সভাপতি মমতাজুর রহমান খোকা, মোহাম্মাদ আলী, মির্জপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সুঘাট ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ, গাড়িদহ ইউনিয়নের সাধঅরণ সম্পাদক তাইজুল ইসলাম কিরণ, খানপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান, ইউপি সদস্য মোজাম্মেল হক বাদল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, শহর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক শেখ, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ।

পিবিএ/আবু বকর সিদ্দিক/বিএইচ

আরও পড়ুন...