মেজবাহুল হিমেল,রংপুর: চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দিনব্যাপী রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ও চন্দনপাট ইউনিয়নের ৯শ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল ও চিড়াসহ বিভিন্ন পণ্য বিতরণ করেন তিনি।
এদিন সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩৫০ এবং চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর ডিগ্রী কলেজ মাঠে ৫৫০টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, সদ্যপুস্করিণী ইউনিয়ন জাতীয় পার্টির সেক্রেটারি চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম মিন্টু, চন্দনপাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহবুবার রহমান মাহবুব, সাধারণ সম্পাদক হাফিজার রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পিবিএ/বিএইচ