পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্দ্যোগে রতনকান্দি, ছোনগাছা, মেছড়া ইউনিয়নের বানভাসি মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ। গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ০৩টি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ, ইউনিয়ন চেয়ারম্যানের ত্রাণ বিতরণ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কাজিপুরের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব মোঃ নাসিমের সুযোগ্য সন্তান সাবেক সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জনাব প্রকৌশলী তানভির শাকিল জয়, আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী তাং, জেলা পরিষদের মহিলা সদস্য নাসরিন ইসলাম তাং, ৩ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা পরিষদের উদ্দ্যোগে যাদের নদী গর্ভে বাড়ি বিলিন হয়েছে তাদেরকে নগদ ৫০০/- টাকা প্রদান করেন এবং চেয়ারম্যানদের বরাদ্দকৃত ১০ কেজি করে চাল বিতরণ ও উপজেলা মেডিক্যাল টিমের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি গরীব অসহায় মানুষের কল্যাণার্থে কিছু কথা বলেন, আমরা আপনাদের পাশে আছি, থাকব, ভবিষ্যতে আর সাহায্য সহযোগিতা করব। আপনারা কেউ হতাশ হবেন না।
পিবিএ/মাসুদ রানা বাচ্চু/বিএইচ