সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সোহাগ হাসান,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলোহের জেরে স্বামী স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আতœহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।
রবিবার দুপুরে কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতেরা হলেন, কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের ছবের মোল্লার ছেলে শফিকুল মোল্লা (২২) ও তার স্ত্রী নুরী খাতুন (১৯)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী প্রধান বলেন, রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় শফিকুল ও তার স্ত্রী নুরী। সকালে তারা ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাদের ডাকতে শুরু করে। তাদের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খুলে পরিবারের সদস্যরা। ঘর খুলে দেখতে পায় শফিকুল ঘরের ধরনা সাথে ঝুলে আছে আর স্ত্রীর লাশ ঘরের মেঝেতে পরে আছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন...