বনানীর সুইটড্রিম হোটেলে অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে এ অভিযান চলছে বলে জানান ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) এর উপ-পরিচালক শামীম আহমেদ।
তিনি জানান, বনানীর সুইটড্রিম হোটেল থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।