সুন্দরবনকে বাঁচানোর জন্য বন সংশ্লিষ্ট জনগণের সহযোগিতা প্রয়োজন

পিবিএ,মোংলা: সুন্দরবনকে বাঁচানোর জন্য বন সংশ্লিষ্ট জনগণ এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। সুন্দরবন রক্ষায় মন্ত্রণালয় দিন-রাত কাজ করছে। বিষ দিয়ে মাছ মেরে, বাঘ-হরিণ নিধন করে সুন্দরবন রক্ষা করা যাবে না। শুধুমাত্র আইন দিয়ে কাজ হবে না যদি এলাকার মানুষ সহযোগিতা না করে। ইতিমধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছে। এরপরও যদি সুন্দরবনে দস্যুদের তৎপরতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সুন্দরবন সংলগ্ন জনগণ যদি আমাদের সহযোগিতা করে তাহলে সুন্দরবন রক্ষা করা সম্ভব হবে। ১৯ এপ্রিল শুক্রবার সকালে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে মোংলার চিলা নদী ভাঙ্গন এলাকা, সুন্দরবন করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র এবং হারবাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্র পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শুক্রবার সকাল ১০টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার ঘাট থেকে স্পীড বোটযোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি সুন্দরবন পরিদর্শনে যান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, জলবায়ু ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব দীপক কান্তি পাল, অতিরিক্তি সচিব ড. নুরুল কাদির, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জহিরুল ইসলাম, খুলনা সার্কেলের বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার মোঃ রবিউল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের ডিএফও মাহমুদুল হাসান প্রমূখ।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন মানুষ এবং বন্যপ্রাণীর প্রয়োজনে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সুন্দরবন ও সুন্দরবন সংলগ্ন এলাকায় মিষ্টি পানির পুকুর খনন করা হবে। সুন্দরবন সুরক্ষা প্রকল্প পরিকল্পনা কমিশনে সাবমিট করা হয়েছে। আশা করছি দ্রুত অনুমোদন হবে এবং প্রকল্পের কাজ শীঘ্রই শুরু করতে পারবো। মন্ত্রী সুন্দরবনের হারবাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্র পরিদর্শনকালে সুন্দরবনের পশুর নদীতে ৪টি কুমির অবমুক্ত করেন।

২০ এপ্রিল শনিবার সকাল ১০টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সুন্দরবন সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মতবিনিময় সভায় সুন্দরবন সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজ ্ও সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পিবিএ/এনএল/হক

 

আরও পড়ুন...