পিবিএ,খুলনা: সুন্দরবন থেকে পাচারকালে হরিণের মাংস, চামড়া ও মাথাসহ পাঁচ কোটি টাকার মালামাল আটক করেছে কোষ্টগার্ড।
রবিবার রাতে সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে হরিনের চামড়া ও মাথাসহ এসব মালামাল আটক করা হয়। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি কোষ্টগার্ড।
মংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা আল মাহমুদ জানান, সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারের পর পাচারের সময় কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশান হারবারিয়া আমবাড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১ টি হরিণের চামড়া,১ টি হরিণের মাথা ও ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করে।
এছাড়া অবৈধভাবে মাছ ধরে পাচারের সময় সুন্দরবনের নলিয়ান এলাকার শিবসা নদীতে অভিযান চালিয়ে ৩ টি ইঞ্জিনচালিত বোট, এক কোটি বাহাত্তর লক্ষ পিস ফ্যাইসা পোনাসহ আনুমানিক পাঁচ কোটি টাকার মালামাল আটক করা হয়। এ ঘটনায় দাকোপ থানায় একটি মামলা দায়ের করেছে কোষ্টগার্ড।
পিবিএ/এসডি/ইএইচকে