পিবিএ,নোয়াখালী: সেনবাগে স্হানীয় সরকার ও জাইকার সহযোগীতায় মাধ্যমিক শিক্ষা বিভাগের ব্যবস্হাপনায় মাদক ও যৌনহয়রানী প্রতিরোধে ছাত্র ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নাজিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার ওসি মো: মিজানুর রহমান, ভাইসচেয়ারম্যান গোলাম কবির।
সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো: বেলায়েত হোসেন,সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এ আউয়াল, ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুজ্জামান স্বপন, ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান প্রমূখ।
সেনবাগের দক্ষিণ জনপদের রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, শেরেই বাংলা উচ্চ বিদ্যালয়, রাজারামপুর বশিরিয়া মাদ্রাসা, কল্যান্দী ফয়জুল আলম দাখিল মাদ্রাসা সহ ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী সমাবেশে অংশ গ্রহন করে।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান মাদক ও যৌন হয়রানী প্রতিরোধে ছাত্র -ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান। এসময় শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
পিবিএ/মোঃইব্রাহিম/ইকে