সেনবাগে লকডাউন ব্যাংক কর্মকর্তার বাড়িতে মানবিক সহায়তা

পিবিএ,সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির পাঁচানী বাড়িতে করোনা আক্রান্ত হওয়া পূর্বালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের সহ ও বাড়ির ২৬ পরিবারকে মানবিক সহায়তা দিয়েছেন স্থানীয় কাবিলপুর ইউনিয়নের টেঢ়য়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়াল হোসেন বাহার এ্বং কাবিলপুর ইউনিয়ন যুবদলের সাংঠনিক সম্পাদক আরমান হোসেন সুমন। রোববার বিকেলে ওই মানবিক সহায়তার মধ্যে ছিল চাউল,ডাল,আলু,মুড়ি ও মাস্ক ।

রোববার সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগ বাড়িটি লক ডাউন ঘোষনার পর আনোয়ার ঞোসেন বাহার ও আরমান হোসেন সুমন তাৎক্ষনিত ওই মানবিক সহায়তায় এগিয়ে আসে।
পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/এএম

আরও পড়ুন...