পিবিএ,সৈয়দপুর: সৈয়দপুরে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (২৮ জানুয়ারী) রাত আটটার দিকে শহরের উত্তরা আবাসনে এই ঘটনা ঘটে। সপ্তম শ্রেণীর ওই ছাত্রের নাম মোস্তাফিজুর রহমান সুজান (১৩))। সে সৈয়দপুর ঢেলাপীর উত্তরা আবাসনের রিক্সাচালক মো. ইব্রাহিম হোসেন কাচুয়ার ছোট ছেলে বলে জানা গেছে।
সুজান সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো যথারীতি সে স্কুলে গিয়েছিল। স্কুলে ২০১৯ সনের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান থাকায় বেলা ১টায় বিদ্যালয় ছুটি হয়। ছুটির পর মোস্তাফিজুর বাড়ী ফিরে আসে। কিছুক্ষন পর সে টয়লেটে যায়। কিন্তু অনেক সময় পরেও সে টয়লেট থেকে বের হয়ে না আসায় বাড়ীর অন্যান্য সদস্যরা তাকে খোঁজাখোজি করতে থাকেন। এক পর্যায়ে টয়লেটে তার রশি দিলে ঝুলানো মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বিষয়টি আত্মহত্যা বলে নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে। শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
পিবিএ/এফএস