হলি আর্টিজান মামলার রায়ে রবিউল করিমের মা সন্তোষ প্রকাশ

পিবিএ,মানিকগঞ্জ: হলি আর্টিজান হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে গোয়েদা পুলিশের সহকারী কমিশনার নিহত রবিউল করিমের মা করিমুন নেছা। বুধবার বেলা সোয়া ১২টায় দিকে রায় ঘোষনার পর তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

কমিমুন নেছা বলেন, আমি তো আর আমার সন্তানকে ফিরে পাবো না। দীর্ঘ তিনটি বছর এই দিনের অপেক্ষায় ছিলাম। আজকে যে রায় হলো এতে আমি সন্তোষ্ট । আমি এই রায়ের দ্রুত কার্যকর চাই। কারন এই সন্তানই ছিল আমার একমাত্র মাথার ছায়া।

তাকে হত্যা করার পর আমরা অসহায় হয়ে পড়েছি। তারপরও মাননীয় প্রধান মন্ত্রী,মন্ত্রী ও পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারন আমাদের বিপদেও সময় তারা আমার পাশে দাড়িয়েছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...