হাটহাজারীতে ইউএনও’র অভিযানে ভুয়া ডেন্টিস্ট আটক

পিবিএ,হাটহাজারী: হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকা থেকে হেলাল উদ্দিন নামে এক ভুয়া ডেন্টিস্টকে আটক করেছে উপজেলা প্রশাসন। সে ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি কোর্স সম্পন্ন করে কাটিরহাট এলাকায় চেম্বার খোলে রাতারাতি ডেন্টিস্ট বনে জান।

মঙ্গলবার(১৮ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় তাকে আটক করা হয়। আটকৃত হেলাল ঐ এলাকার আব্দুল হামিদের ছেলে ।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,উপজেলার কাটিরহাট বাজারে দীর্ঘ দিন ধরে আটক কৃত হেলাল নিজেকে ডেন্টিস্টস( দাতের ডাক্তার) হিসাবে রুগী দেখে আসছে।

ইউএনও রুহুল আমিন পিবিএ’কে বলেন, আটককৃত নিজেকে ডেন্টিস্ট দাবি করলেও কোন কাগজপত্র দেখাতে পারেনি। তিনি আমাকে কারিগরি শিক্ষা বোর্ডের এক বছরের কোর্সের একটা এডমিট কার্ড ধরিয়ে দিলেন। আমি এই প্রথম জানলাম যে কারিগরি শিক্ষা বোর্ড থেকেও ডেন্টিস্ট বের হন। চেম্বারটি বন্ধ করে দেয়া হয়েছে। তাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

পিবিএ/খোরশেদ আলম শিমুল/এমএসএম

আরও পড়ুন...