আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ৫০ বছর পুর্তি সুর্বণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তি উপলক্ষে অনুষ্ঠানে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি, প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, বলেন, আপনারা নির্বাচনের সময় নির্বাচনী পোস্টারে লিখে ছিলেন জনগনের সেবা করার সুযোগ দিন,আল্লাহ সে সুযোগটা দিয়েছেন কিন্ত আপনারা নির্বাচিত হওয়ার পর সে কথা ভূলে জান। কথা রাখেননা, জনগনের সাথে বেঈমানি করেন। এসব করবেন না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মানুষের সেবা করার জন্য আমরা সেবা করে যাবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ডিডিএলজি রফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও হাতীবান্ধা থানার ওসি শাহা আলম প্রমুখ। পরিশেষে প্রধান অতিথি প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও সদস্যের হাতে ক্রেস্ট তুলে দেন।