স্বাস্থ্যবিধি না মানায়

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে জরিমানা

পিবিএ,হিলি: হিলিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে দোকানে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ১ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট আব্দুর রাফিউল আলম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে তিনি জানান,স্বাস্থ্যবিধি না মেনে দোকানে বিক্রি এবং অন্য এলাকা থেকে শপিং করতে আসার অপরাধে ২০টি মামলায় ৫৬ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে একটি সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় ও ঈদুল ফিতরকে সামনে রেখে ভেজাল বিরোধী অভিযান অব্যহত থাকবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...