২১ শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে চুয়াডাঙ্গায় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পিবিএ,চুয়াডাঙ্গা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফুল দিয়ে শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । এছাড়া বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পিবিএ/সনজিত কর্মকার/বিএইচ

আরও পড়ুন...