৩৯ বছর বয়সে ৩৯ ছক্কায় নিজেই অভিভূত গেইল!

gayle

পিবিএ ডেস্ক : বিশ্বকাপের পর আর ওয়ান ডে খেলবেন না, সেটা আগেই জানিয়েছেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। গত শনিবার চতুর্থ ওয়ান ডে-তে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর গেইল বলে গেলেন, ‘ক্যারিবিয়ান মাটিতে এটাই আমার শেষ ওয়ান ডে। সেই জন্যই সমর্থকদের বাড়তি আনন্দ দিতে চাইছি। শুধু ওয়েস্ট ইন্ডিজের সমর্থকরা নয়, ইংল্যান্ডের সমর্থকরাও আমার ব্যাটিংয়ে আনন্দ পেয়েছে। এখানকার দর্শকরা দারুণ।’

মাত্র ২৭ বলে ৭৭ রান। শনিবার গেইল একাই উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। ১৯ বলে করেছিলেন হাফ সেঞ্চুরি। গেইল যখন মাঠ ছাড়ছিলেন, তখন গোটা মাঠ উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানায়। যা দেখে অভিভূত গেইল বলেছেন, ‘এটা একটা দারুণ সম্মান। দারুণ অনুভূতি। একজন ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে আমি গর্বিত।’

অবসরের আগে যেন নতুন করে ঝড় তুলছেন ক্রিস গেইল। এই ৩৯ বছর বয়সেও! ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ওয়ান ডে-তে ৪২৪ রান করে ফেলেছেন গেইল। স্ট্রাইক রেট ১৩৪। আইপিএলের নিলামে দু’বার ‘আনসোল্ড’ থাকার পর কিংস ইলেভেন পাঞ্জাব বেস প্রাইসে ক্রয় করে গেইলকে। তিনিই এখন দুরন্ত ফর্মে। গেইল বলছেন, ‘আমার যে ফর্ম চলছে, তাতে আমি খুশি। যখনই রান করার সুযোগ পাই, বড় রান করার চেষ্টা করি। তার উপর ঘরের মাঠে খেলছি। চেনা পরিবেশ। সেখানে ভালো খেলতে পেরে আরও ভালো লাগছে।’

৩৯ বছর বয়সে ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন গেইল। সিরিজে মেরেছেন ৩৯ টি ছয়। গেইলের ব্যাখ্যায়, ‘আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, এত ছয় মেরেছি দেখে! তবে এই ছক্কাগুলো স্বাভাবিকভাবেই আমার হাত থেকে এসেছে। টি-টোয়েন্টিতে আমি প্রচুর ছয় মেরেছি। কিন্তু ওয়ান ডে-তে এত ছক্কা এই প্রথম। ৩৯ বছর বয়সে ৩৯ টা ছয়! ব্যক্তিগতভাবে আমার দারুণ লাগছে।’
গেইল মজা করে বলেছেন, ‘আমার মনের অবস্থা এখন এমনই। মনে হচ্ছে আমার যদি ৬০ বছর বয়সও হত, তা হলেও হয়তো আমি এ রকমই খেলতাম। এখনও বিশ্বাস করি, বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে আজও রান করতে পারব। এই মানসিকতা আমার কোনওদিনই বদলাবে না।’

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দুরন্ত পারফরম্যান্স দেখে বিশ্বকাপেও স্বপ্ন দেখছেন আর এক ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্র্যাভো। তিনি বলেছেন, ‘আমাদের টিমে এখন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার এসেছে। সঙ্গে সিনিয়ররাও আছে। আমাদের টিম বিশ্বের যে কোনও টিমকে চাপের মুখে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে।’ ব্র্যাভো এখন পাকিস্তান সুপার লিগে খেলছেন। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্র্যাভো। তবে টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান তিনি। বিশ্বকাপের প্রসঙ্গ ওঠায় তিনি বলেন, ‘এখন ক্রিকেট যে জায়গায় চলে গিয়েছে, সেখানে যখন যা খুশি হতে পারে। যে কোউ জিততে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। ওয়েস্ট ইন্ডিজ যে কোনও সময়ে অঘটন ঘটিয়ে দিতে পারে। কারণ, আবারও বলছি, আমাদের টিমের ভারসাম্য সত্যিই অসাধারণ।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...